নুর হাকিম আনোয়ার….টেকনাফে এক কিশোরীকে ধর্ষণ কালে এক ধর্ষক আটক করেছে পুলিশ। ধর্ষিতা সাথে কথা বলে জানা যায়,পরিবারের সদস্যরা বেড়াতে যাওয়ায় কিশোরী কাজ করছে।গত ৬ নভেম্বর দুপুর ২টার সময় কলেজ পাড়ার কালা মিয়ার পুত্র মোঃ ইসমাইল (৩২) ধর্ষিতার বসত বাড়িতে ঢুকে পড়ে। ধর্ষণের চেষ্টা চালায়। এতে খবর পেয়ে ধর্ষিতার অভিভাবক টেকনাফ মডেল থানায় অবগত করলে পুলিশ কর্তৃক ধর্ষককে আটক করে। ধর্ষিতা কিশোরী সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার হারিয়া খালীর বাসিন্দা কারণ বশতঃ নাম গোপন করা হইল।এ ব্যাপারে কলেজ পাড়ার মোঃ ফিরোজ আহম্মদের পুত্র মোঃ ইসমাইল বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইন ২০০০সংশোধিত ২০০৩/এর (৯)১ তৎসহ ৩৮০ ধারা ধর্ষণের অপরাধে মামলা দায়ের করছে বলে টেকনাফ মডেল থানায় অন্য কোন অফিসার দায়িত্ব না থাকায় ডিউটি অফিসার এস.আই হান্নান এর সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply