মমতাজুল ইসলাম মনু …সীমান্তের কয়েকটি পয়েন্ট ও চেকপোষ্টে পৃথক অভিযান চালিয়ে চাউল মদ ও ময়দা সহ প্রায় ১০ লাখ টাকা মুল্যের অবৈধ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবির টেকনাফ,হ্নীলা ও দমদমিয়া বিওপির কোম্পানী কমান্ডার যথাক্রমে সুবেদার নুরুল আমিন,সুবেদার সিরাজুল ইসলাম ও সুবেদার জর্জ মিয়া জানিয়েছেন,১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে পাচারকালে টেকনাফ বিওপির টহল দল প্রায় ৩ লাখ টাকা মুল্যের ঔষধ,বিয়ার,ময়দা,দেশী মদ,তৈল,চিনি,চিংড়ি জাল ও কাঠের নৌকা জব্দ করে। হ্নীলা বিওপির টহল দল অপর এক অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জব্দ করেছে। এদিকে গতকাল দমদমিয়া চেকপোস্ট ও নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৯০ কেজি চাউল,ময়দা,সেমাই,ডিজেলসহ প্রায় ২লাখ টাকা মুল্যের চোরাইপণ্য জব্দ করেছে স্থানীয় বিজিবি। ====
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং পয়েন্ট দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ২ পাচারকারীসহ প্রায় ৪০ হাজার টাকা মুল্যের ৭ বস্তা কাঁকড়া আটক করেছে স্থানীয় বিজিবি। গতকাল বিকাল ৩ টায় উনছিপ্রাং বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার খলিলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল
গোপন সংবাদ পেয়ে নাফনদীর কিনার থেকে এ মাল জব্দ করে। এ সময় পাচারের সাথে জড়িতের দায়ে শামশুল আলম (২৭) নামক এক রোহিঙ্গাসহ হোয়াইক্যং লম্বাবিলের মৃত বাঁচা মিয়ার পুত্র মোঃ বাবুল (৩২)কে আটক করে বিজিবি টহল দল।
Leave a Reply