শামসুল আলম শারেক,টেকনাফ / অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল¬ানপাড়া খাল খনন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। শনিবার সকাল ৮ টায় টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, স্থানীয় নজির আহাম্মদ, বেচা আলী, উমর হাকিম, মৌঃ ইউসুফ, আলী আহাম্মদ বশির আহাম্মদ ও মনির আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে টেকনাফ বিজিবি সিনেমা হল ব্রীজ হইতে নতুন পল¬ান পাড়া রোডের ব্রীজ পর্যন্ত খাল খনন কাজ শুরু করা হয়। এতে ৮০ জন শ্রমিক কাজ করতে দেখা যায়। নতুন পল¬ান পাড়া শ্রমিক কামাল হোছাইন, বশির আহাম্মদ,নবী হোসন,শাহ আলম জানায়, কর্মসংস্থান কর্মসূচী আমাদের মত দরিদ্রদের জন্য সুফল ভয়ে এনেছে।
টেকনাফ ট্যাগ অফিসার সমাজসেবা কর্মকর্তা আব্দুল মন্নান জানায়, শনিবার থেকে টেকনাফ সদর ইউপির প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। যথা সময়ে কাজ সম্পূর্ণ করা হবে। #################
Leave a Reply