মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ / টেকনাফে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর’ আওতায় হোয়াইক্যং ও হ্নীলায় ১৮ প্রকল্পের মধ্যে মাত্র দু’প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। ওই দু’ইউনিয়নে বাকী ১৬ প্রকল্পের কাজ চলছে বলে খবর পাওয়া গেলেও এর কোন হদিস নেই। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুচ বাঙ্গালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্নীলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ পানখালী সড়কের সংস্কার কাজ এবং একই দিন সাড়ে ১০ টায় হোয়াইক্যং আমতলী টিএন্ডটি রোড হইতে পূর্বে বেড়ীবাঁধ ও খাল খনন কর্মসূচী প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এ সময় উপজেলা আ’লীগ সভাপতি জাফর আলম চৌধুরী, হোয়াইক্যং ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ হোসেন ও অধ্যাপক ফারুক আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হ্নীলা ইউপি সচিব হাকিম উদ্দীন পাহাড়ী জানান, ৪ নং ওয়ার্ড সংশ্লিষ্ট হোছাইন আহমদ মেম্বারের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এভাবে বাকী প্রকল্পগুলোর কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া হ্নীলায় কর্মসৃজন কাজ উদ্বোধনকালে ৪ নং ওয়ার্ড মেম্বার ও প্রকল্প সভাপতি হোছাইন আহমদ, ইউপি সচিব হাকিম উদ্দীন পাহাড়ী, সংশ্লিষ্ট প্রকল্পের ট্যাগ অফিসার এবং হোয়াইকংয়ে কর্মসৃজন কাজ উদ্বোধনকালে প্রকল্প সভাপতি ছেনুয়ারা বেগম, ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোয়াইক্যং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ হোসেন জানান, একই দিন হোয়াইক্যং ইউনিয়নে ৯টি প্রকল্প কাজের কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রসংগত, উপজেলার ৬টি ইউনিয়নে ২০১২-২০১৩ অর্থ বছরের ১ম পর্যায়ে ৩ হাজার ৯৭৪টি কার্ডের বিপরীতে ২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকা এবং নন-ওয়েজ কস্ট খাতে ৩১ লাখ ৩৮ হাজার ৬৭০ টাকা মোট ৩ কোটি ৯ লাখ ৫৬ হাজার ৬৭০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিয়নওয়ারী হোয়াইক্যংয়ে ৭শ’ কার্ড, হ্নীলায় ৭শ’ কার্ড, সদরে ৬শ’ ৭৪ কার্ড, সাবরাংয়ে ১ হাজার কার্ড, বাহারছড়া ৬শ’ কার্ড ও সেন্টমার্টিনদ্বীপে ৩০০ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে।
##############
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৪-৮৭৯৩৫১
Leave a Reply