মমতাজুল ইসলাম মনু টেকনাফ। টেকনাফ সাবরাং ইউনিয়নের চান্ডলী পাড়া গ্রামের এক অসহায় মহিলার মোহরানার টাকায় ক্রয়কৃত দোকান জোরপূর্বক দখলের অভিযোগ করে টেকনাফ মডেল থানায় অভিযোগ করেছে। সূত্রে জানা যায়,চান্ডলী পাড়ায় বাজারে মার্কিন মিয়ার স্ত্রী রহিমা খাতুনের মোহরানা বাবদ টাকা দিয়ে খাস খতিয়ান ভুক্ত জমি ক্রয় করে ২টি কক্ষ নির্মান করে। রহিমা খাতুনের একমাত্র চলার মাধ্যম এই দোকানের ভাড়া ও শেষ সম্বল । রহিমা খাতুনের স্বামী মার্কিন মিয়া ৫বছর যাবত দোকান করে দোকানের কোন প্রকার মূলধন না থাকায় দোকান বন্ধ করে রাখে । অবশেষে বিদেশ পাড়ি জমায় বর্তমানে পঙ্গু অবস্থায় বিদেশে অবস্থান করছে। স্থাণীয় সন্ত্রাস ও মাস্তান প্রকৃতির লোক নুর মোহাম্মদ (৪৫) ,লাল মিয়া (৫০) ও লাল মিয়া পুত্র রবিউল হাসান (৩০)কর্তৃক যোগসাজাসে কিছু মালামাল রাখার কথা বলে সরল মনে রহিমা খাতুন দোকান খানা ভাড়া দেয়। দীর্ঘ ৩মাস ভাড়া প্রদান করলে ও শঠামীভাবে স্থানীয় গন্যমাণ্য বিচার ও ইউনিয়ন পরিষদের বিচার অমাণ্য করে একটি দোকান কক্ষ জোর পূর্বক দখলে রেখেছে। রহিমা খাতুন স্থানীয় ইউনূছ মেম্বার ও ইউনিয়ন পরিষদে বিচার দিয়ে ও কোন সুরাহা পায়নি। অসহায় মহিলাটি বিচারের আশায় পথে পথে ঘুরছে। প্রায় ১বছর যাবত ভাড়া প্রদান করছেনা । আজ দিবে কাল দিবে বলে তালবাহানা করছে ও মোহাম্মদ শামসুল হক এ্যডভোকেট কর্তৃক লিগ্যাল নোটিশ প্রদান করলে তা গায়ের করেছে। বর্তমানে রহিমা খাতুন ও তার মেয়ে সাজেদা খাতুনকে হুমকি – ধমকি দিয়ে আসছে এবং ঘরের মাল নিয়া যাইয়া বিভিন্ন ধরণের নির্যাতন করে আসছে এমন অভিযোগ ।
mamtaj bahi salam. apni shodo shahporir dip or shabrang ar news e liken…. hnillar news to deklam na……
anis
jeddah
k.s.a