হাফেজ মুহাম্মদ কাশেম,..টেকনাফে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণের চেক বিতরণ অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ সামছুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরনী অনুষ্ঠানে এমপি আবদুর রহমান বদি প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯ টি সমিতির ৭৯ জন উপকরা ভোগীদের মধ্যে ট্রেড ভিত্তিক ১০ হাজার টাকা করে ঋণের চেক বিতরন করেন। অনুষ্টানে বিআরডিবি অফিসার (ভারপ্রাপ্ত) ভবেন্দু বিকাশ চক্রবর্তী একটি বাড়ি একটি খামার প্রকল্পের টেকনাফ উপজেলা সমন্বয়কারী রফিক উদ্দীন, প্রকল্পের নুর মোহাম্দ, আবদুল মোনাফ, আজিম উদ্দীন এবং সরকারী কর্মকর্তা ও মিডিয়াকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রফিক উদ্দীন জানান- এ পর্যন্ত ১৯ টি সমিতিতে ২৫০ জন সদস্য/সদস্যাদের মাঝে ২২ লাখ ৬৪ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। ###
Leave a Reply