মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ
টেকনাফে একটি বাড়ি একটি খামার প্রকল্পের “উঠান বৈঠক সমাপনী ও পুরষ্কার বিতরণ” অনুষ্ঠান ২২ নভেম্বর টেকনাফ উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুল ইসলাম মেহেদী। টেকনাফে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) ভবেন্দু বিকাশ চক্রবর্তী। বক্তব্য রাখেন, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। এতে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে সাবরাং সিকদার পাড়া গ্রাম উন্নয়ন সমিতির নুর মোহাম্মদ, শ্রেষ্ট ম্যানেজার হিসেবে হ্নীলা ফুলের ডেইল গ্রাম উন্নয়ন সমিতির নুরুল ইসলাম, শ্রেষ্ঠ উকারভোগী হিসেবে রইক্ষ্যং গ্রাম উন্নয়ন সমিতির মনোয়ারা বেগম ও ডেইল পাড়া গ্রাম উন্নয়ন সমিতির নুরুল ইসলামকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমম্বয়কারী মোহাম্মদ রফিক উদ্দিন।
Leave a Reply