রমজান উদ্দিন পটল… একটি বাড়ি একটি খামার প্রকল্পের ট্রেড ভিত্তিক ঋণের চেক গতকাল ১২ সেপ্টেম্বর উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। টেকনাফ উপজেলা বিআরডিবি হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে টেকনাফের ইউএনও মোঃ সামছুল ইসলাম ৪৫ জন ঋণ গ্রহীতার মাঝে ৩লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ রফিক উদ্দীন জানান- সাবরাং সিকদার পাড়া গ্রাম উন্নয়ন সমিতি ২০ জন সদস্যকে ১০ হাজার টাকা করে ২লাখ টাকা, ডেইলপাড়া গ্রাম উন্নয়ন সমিতির ৫জন সদস্যকে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা, জাঁহালিয়াপাড়া ্গ্রাম উন্নয়ন সমিতির ২০ জন সদস্যকে ৫ হাজার টাকা করে ১লাখ টাকা মোট ৪৫ জন সদস্য-সদস্যাকে ৩লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়েছে। পল্লী উন্নয়ন অফিসার(আরডিও) ভবেন্দু বিকাশ চক্রবর্তী, ফিল্ড অফিসার আব্দুল মোনাফ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা সমন্বয়কারী মোঃ রফিক উদ্দীন আরও জানান- ১ আগষ্ট থেকে টেকনাফ উপজেলায় ট্রেড ভিত্তিক ঋণের চেক হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া এবং তৎকালীন ইউএনও আ,ন,ম নাজিম উদ্দীন। উল্লেখ্য, এই ৩টি সহ এপর্যন্ত মোট ১০টি সমিতির ১৭১ জন সদস্য-সদস্যাকে ১৫ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।##########
Leave a Reply