জিয়াবুল হক, টেকনাফ উপজেলা দিন দিন ভেঙ্গে পড়েছে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি। এতে শহর গ্রাম থেকে শুরু করে তৃনমূল পর্যায়ে বেড়ে গেছে খুন, ডাকাতি, চুরি, রাহাজানি, ধর্ষণ, ইভটিজিং, নির্যাতন, ভূমি দস্যু সহ বিভিন্ন অপকর্ম। এছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামী এখন প্রকাশ্যে ঘুরাফেরা করতে দেখা গেছে। কিন্তু পুলিশের ভুমিকা রহস্যজনক। এমনতা অবস্থা বিরাজমান থাকলে এই উপজেলা আরও ভয়ংকর পরিস্থিতি ধারণ করতে পারে বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন ও সুশীল সমাজের লোকজন। গত কয়েক দিন আগে সাবরাং হারিয়াখালী জমির জেরদরে টেকনাফ থানা মামলা হয় ৫ লক্ষ টাকার ডাকাতি মামলা। থানার কর্তব্যরত অফিসার ঘটনাস্থলে না গিয়ে কিভাবে মামলা হয় সে ভূক্তভোগী আসামীরা বলেন। এই উপজেলা রয়েছে পর্যট শহর ও সেন্টমার্টিনের এই ইউনিয়নে জায়গা জমিন বৃদ্ধি পাওয়ার কারণে দাপটবান লোকদের নজরে পড়ে গরীব নিরহ লোকেরা এতে স্থানীয় প্রসাশনকে মোটা অংকে টাকা বিনিময়ে মেনেজ করে কমদামে জোরপূর্বক জায়গা জমিন ক্রয় করে দিচ্ছে যদি বিক্রয় করতে না চাই তাহলে তার বিরুদ্ধে নানামুকি ষড়যন্ত্র শুরুকরে থাকে। টেকনাফ সদর ইউনিয়নে মোলভীপাড়া চলছে ইয়াবা রাজত্ব ও ভূমি দস্যু নিরহ লোকদের জমিনের উপর চলছে ঐ ইয়াবা গডফাদারদের দখলবাজ। নিরহ লোকজন ইয়াবা গডফাদারদের দাপদের মোকাবেলা করতে পারছেনা। স্থানীয় জনপ্রতিনিধির কাছে গেলেও সেখানে ও আশ্রয় পাইনা নিরহ হত দরিদ্র কোথায় গেলে পাবে তাদের জমি বিটা সে প্রশ্ন তাদের। যার ফলে লেগে তাকছে একের প্রতি অপর জনের ক্ষোভ। এর বহি প্রকাশ ঘটে কোন একটা বড় ধরনের ঘটনার মধ্যদিয়ে। টেকনাফ জীপ ষ্টেশন থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত রাস্তার আসে পাশে যে গাছগুলো ছিল সে গাছগুলো কোথায় গেল। প্রায় ৪ বছর আগে ছিল রাস্তার দু’পাশে অহরহর গাছ ছিল সে রাস্তার দু’পাশের সুন্দর্য হারিয়ে গেছে। স্থানীয় কিছু প্রভাবশালী লোকের কারণে গাছ গুলো হারিয়ে গেছে। সে গাছ গুলো হারিয়ে যাওয়ার পরে নতুন ছাড়া রোপন করে। সে রোপনের ছাড়া গুলো দেখা যায় না প্রতি মাসে ৩ শত অভিযোগ টেকনাফ থানায় গ্রহন করা হচ্ছে যাহা পূর্বের সব রের্কড ভঙ্গ করেছে। ভঙ্গ করেছে বলে মনে করছে এলাকার লোকজন দাবী যদি এই উপজেলা এভাবে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হতে থাকে তাহলে টেকনাফ বাসির শান্তিতে বসবাস করা অসম্ভব্য হয়ে পরবে বলে মনে করেন অভিজ্ঞত মহল। ##
assalamu alaikum ramzan mubarak , bhai jan eta shobhai jane GORIB manush kichu korte parena abong korbe o na , emne shomoi noshto kore kono labh nai kichu korte hole direct action nite hoi , lekah lekhi koria manusher moiddhe oshanto srishti koria kono kichu hobe na , emon ki ami mone kori shangbadik bhaira nijer PET chalaite chai , eta lekle kichu na kichu lekhok o paibe ta guarantee, gorib manush r ki debe , kanna chara , kinto jara jorito tara kichu nicchoi debe , allah hafez
shobhai k EID MUBARAK