হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ:::::: টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ৪ আগষ্ট রবিবার উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী। বিশেষ অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা চেয়ারম্যান মোঃ শফিক মিয়া ও ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী। এ ইফতার মাহফিলে টেকনাফস্থ ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান, নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ইনচার্জ ড.কামরুজ্জামান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে.মোঃ মামুন, ওসি তদন্ত দিদারুল ফেরদাউসসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি এবং গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন- একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার এবং মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা জাফর আহমদ ফারুকী।