জেড করিম জিয়া, টেকনাফ::::টেকনাফে বেশ জমে উঠেছে ঈদের বাজার। ২০ রমজানের পর থেকে পৌরএলাকার অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সর্বত্রই ক্রেতাদের প্রচন্ড ভিড়। তবে সব স্থানেই নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় ল্য করা যাচ্ছে।
গতকাল শনিবার পৌরসভার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা চলছে। কিন্তু দোকানদাররা জানান, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে ব্যবসাতে মন্দাভাব থাকলেও বর্তমানে তা কেটে উঠেছে। ক্রেতাদের ভিড়ে অধিকাংশ মার্কেটে এখন হাঁটাচলা করাই দায়। ঈদ যতই ঘনিয়ে আসছে, মার্কেটগুলোতে নারী ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। এ ঈদের বাজারে ক্রেতাদের মধ্যে ৯০শতাংশের বেশি নারী। এবার অন্যান্য বছরের চেয়ে কাপড়ের মান ভাল তবে সব ধরনের পণ্যেই দাম কিছুটা বেশি। এতে ক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন।
দোকানিরা বলছেন, সাধারণ মানুষের ক্রয়মতার মধ্যে দোকানে পণ্যসামগ্রী তুলেছেন। কোনো ধরনের পণ্যতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না, তবে উন্নত মানের পণ্যের দাম একটু বেশি। আগে ক্রেতাদের ভালো মানের কাপড় ও পণ্যসামগ্রী কিনতে কক্সবাজার ও চট্টগ্রামে যেতে হতো; এখন সেই মানের কাপড় ও পণ্যসামগ্রী টেকনাফের বিভিন্ন বিপণিকেন্দ্রে পাওয়া যাচ্ছে। তবে বিগত বছরের তুলনায় এ বছর বেচাকেনা একটু বেশি।
টেকনাফের মহিলা ক্রেতারা এখন ফ্যাশন সচেতন। সে কারণে স্যাটেলাইট চ্যানেলগুলোর কল্যানে টিভি সিরিয়ালের নায়িকাদের অনুরুপ কাপড় খোঁজ করছে। এর মধ্যে কাভি কাভি, সানিলিওনি, অমৃতা, কুমুদ, জিবিকা, ঝিলিক, পাংকুরি, গোপি, অপ্সরা, বাহা, মধুবালা অন্যতম।
প্রতিবারের মতো এবারও পৌরএলাকার কো¤পানি মার্কেট, মনে রেখ, জুম, তাজমহল, রাজস্থান, ফরিদ শপিং কমপ্লেক্সের পরিস্থান, রাফসান, শাহআজিজ, সোনালী ফ্যাশন, সম্রাট মার্কেট, নিউ গণি মার্কেট, ফ্যাশন হাউস, বার্মিজ মার্কেট, নাফ কুইন মার্কেটের জনসেবা এবং গরিবের নিউমার্কেট নামে পরিচিত লামার বাজারসহ বিভিন্ন মার্কেটে টেকনাফের বাহারছড়া, সাবরাং, শাহপরীরদ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের লোকজন ঈদের কেনাকাটা করায় প্রচন্ড ভিড় ল করা যায়। এবারও ঈদের বাজারে শাড়ির দাম সবচেয়ে বেশি।
শহরের বড় বাজারের কো¤পানি মার্কেটের অভিজাত শাড়ির দোকান মাহিবী কথ স্টোরে ‘নাইট কুইন’ শাড়ির দাম হাঁকা হচ্ছে সর্বোচ্চ ৩৫হাজার ৫০০ টাকা।
জনসেবা ও ফ্যাশন হাউসের স্বত্বাধিকারি রফিকুল করিম বলেন, এবার ঈদে ক্রেতা সাধারণকে আকৃষ্ট করার জন্য বিদেশী বিভিন্ন কোম্পানীর উন্নতমানের শাহী পাঞ্জামী, শার্ট, জিন্ প্যান্ট, চায়না প্যান্ট, সেন্ডেল, সু ও বেল রাখা হয়েছে। গত বছরের চেয়ে এবার বিক্রয় বেশি হচ্ছে।