জসিম উদ্দিন টিপু…টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা এতই দাপটশালী যে, চালান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে না পারায় বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হল এক চালককে। নৃশংস এ হত্যাকান্ডের ২৩দিন পার হতে চললেও পুলিশ কোন আসামীকে আটক করতে না পারায় নিহতের পরিবারে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।তথ্যানুসন্ধানে জানাযায়-সীমান্ত জনপদ টেকনাফের সদর ইউনিয়নের ডেইল পাড়ার হোছন আহমদের পুত্র আব্দু শুক্কুর পিকআপ, ট্রাক ও জীপ চালিয়ে জীবিকা নির্বাহ করতো। স্থানীয় একটি প্রভাবশালী চক্র শুক্কুরকে লোভের বশীভূত করে ইয়াবার চালান বহনে বাধ্য করে। গত ১৮ অক্টোবর ঘর থেকে গাড়ি নিয়ে বের হয়ে মাছ ভর্তি করার জন্য স্থলবন্দরে রওনা হয়। পরদিন ১৯ অক্টোবর সকালে শুক্কুর তা স্ত্রী জেসমিনকে ফোন করে বলে সমাস্যার কারনে টেকনাফে ফিরে এসেছে। ওইদিন বিকালে চিন্তিত মনোভাব নিয়ে বাড়ীতে যায় শুক্কুর। তাকে নিন্তিত দেখে স্ত্রী জেসমিন জানতে চাইলে-তার গাড়ীতে দেওয়া ২১ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট হ্নীলা জাদিমোড়া গ্রামের দেলোয়ার সহ কয়েকজন কেড়ে নিয়েছে তাই সে চিন্তিত বলে স্ত্রীকে জানায়। এরই সুত্রধরে গত ২১ অক্টোবর ভোর ৪ টায় টেকনাফ সদর ইউনিয়ন ছোট হাবির পাড়ার খলিলের পুত্র বাহাদুর, কুলাল পাড়ার আমির হোছন ড্রাইভার,ডেইল পাড়ার মৃত নুর আলমের পুত্র আবু হানিফ, ক্ষেতিবিলের মৃত হাসিম মেকারীর পুত্র মোহাম্মদ ড্রাইভার শুক্কুরের বাড়িতে গিয়ে কথা আছে বলে শুক্কুরকে বাড়ী থেকে বের করে নিয়ে যায়। পরে শুক্কুরের স্ত্রী জেসমিনকে ফোন করে ইয়াবা দিয়ে দিতে বলে নতুবা পরের দিন শুক্কুরের লাশ পাবে বলে হুমকি দিয়ে ফোন কেটে দেয়। ২১ অক্টোবর রাতে জনৈক আকতার কামাল ও সৈয়দ কামালসহ উপরোক্ত ইয়াবা ব্যবসায়ীরা সমুদ্র সৈকত এলাকা আব্বাসের বাগানে ড্রাইভার শুক্কুরকে হত্যা করে স্ত্রী দাবী করেন। পরদিন সকালে তার লাশ থানা পুলিশ উদ্ধার করে। এ নির্মম ঘটনায় ড্রাইভার দেলোয়ার ও স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধিকে ও সন্দেহ করছেন নিহতের পরিবার। এ ঘটনায় ২২ অক্টোবর টেকনাফ থানায় একটি মামলা দায়ের হলেও শুক্কুর হত্যার ২৩ দিন পার হতে চললেও এখনো পর্যন্ত পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি। এ চক্রটির বিরুদ্ধে আগে রাজধানী ঢাকায় আরেক ট্রাক ড্রাইভারকে হত্যার অভিযোগও রয়েছে। এতদিনেও ড্রাইভার শুক্কুর হত্যার আসামীদের আটক করতে না পারায় পুলিশের ভূমিকা ও ইয়াবা ব্যবসায়ীদের দাপট নিয়ে মুখরোচক আলোচনার সুত্রপাত হয়েছে।
নিহতের পরিবার নৃশংস এ হত্যা মামলার আসামীদের আটক করতে জেলা পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। #####################################
Jar taka nei tar ki so bisar pawar odikar ase???
tar droto bichar kamona korsi,
Teknaf Thanar Police der k teknaf er YABA tablet namok Haraami bebosahi ra monthly taka diye taake.—– Tai YABA bebosha jemon halaal hoyegiyese,temni kao k KHOON kora o halaal. So,don’t worry!—–