হেলাল উদ্দিন…টেকনাফে র্যাব-বিজিবি-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৩শ’ ৯২ পিচ ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে। এছাড়া বিজিবি’র পৃথক অভিযানে মিয়ানমারের ২৭ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুশব্যাক করা হয়েছে। কক্সবাজারস্থ র্যাব-৭’র এএসপি সাজেদুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে তাঁর নেতৃত্বে একদল র্যাব সদস্য হ্নীলা হোয়াব্রাং রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৭শ’ ৩০ পিচ ইয়াবাসহ হোয়াইক্যং বালুখালী এলাকার গোলাম সরওয়ার ওরফে মিন্ঠু চেয়ারম্যানের পুত্র কায়েস উদ্দিনকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর বিওপি’র হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা খেচার বিল সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ৯শ’ ৬২ পিচ ইয়াবাসহ সদর ইউনিয়নের নাইট্টং পাড়া এলাকার আবদুল আজিজজের পুত্র ছালামত উল্লাহ (২৬) ও একই এলাকার মোঃ হোছনের পুত্র দিল মোহাম্মদকে (১৮) আটক করে।
টেকনাফ থানার ডিউটি অফিসার এসআই মনির জানান, সোমবার বিকাল ৪টার দিকে নবাগত ওসি মোঃ ফরহাদের নির্দেশনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর টু-আইস এসআই মাহফুজের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে টেকনাফ সড়কের লম্বাবিল এলাকায় যাত্রীবাহী সিএনজিতে অভিযান চালিয়ে ৭শ’ পিচ ইয়াবাসহ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মাহবুবুর রহমান ওরফে মাহাবুরকে (২৮) আটক করে।
এদিকে টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সময়ে সংশ্লিষ্ট বিওপি’র জওয়ানরা উনচিপ্রাং, দমদমিয়া, হ্নীলা, সদর ও শাহপরীরদ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৭ রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে সকাল ৯ টার দিকে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যক করা হয়।
Leave a Reply