শাহীনশাহ, টেকনাফ //
টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ রাখাইন যুবককে আটক করেছে। আটককৃতদের শুক্রবার দুপুরে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেছে র্যাব। এরা হচ্ছে, টেকনাফের হ্নীলা পুরাতন বাজার রাখাইন পাড়ার বা মাংয়ের ছেলে বো মো (২১) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুর বিল এলাকার মৃত চো থে প্রু মার্মার দু’পুত্র চাই অং থোয়াই মারমা (২৮)ও মংচলা মারমা (২৬)। র্যাব সূত্রে জানা যায়, ২২ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মেজর সরওয়ারের নেতৃত্বে র্যাব ৭ এর বিশেষ টিম হ্নীলা চৌধুরী পাড়ার বো মো’র বাড়িতে অভিযান চালায়। এসময় ৩ হাজার পিচ ইয়াবাসহ উক্ত তিন রাখাইন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করে। এসব ইয়াবা ব্যবসায়ীরা র্যাবের কাছে টেকনাফ হ্নীলা চৌধুরী পাড়া থেকে দীর্ঘদিন ইয়াবা ক্রয় করে নাইক্ষ্যংছড়ি এলাকার বিক্রি করে বলে স্বীকার করছে। তথ্যানুসন্ধানে জানা যায়, হ্নীলা ইউনিয়নের লেদা, চৌধুরী পাড়া, হোয়াব্রাংসহ কয়েকটি পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত মিয়ানমার থেকে ইয়াবাসহ চোরাই পন্য পাচার হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।
Leave a Reply