হেলাল উদ্দিন, টেকনাফ ॥টেকনাফে ৯৯২ পিচ ইয়াবাসহ দূরপাল্লার যাত্রীবাহী গাড়ী জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় গাড়ীর হেলপারকেও আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ১৬ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের কোম্পানী কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা ঢাকাগামী সিলভার লাইন নামীয় দূরপাল্লার যাত্রীবাহী বাসে (ঢাকামেট্রো গ-১৪-৬২৬৫) তল্লাসী চালিয়ে ২ লাখ ৯৭ হাজার ৬শ’ টাকা মূল্যমানের ৯৯২ পিচ ইয়াবাসহ বাসের হেলপার ঢাকার ১১৫/এ লালবাগ এলাকার মোঃ তাজুল ইসলামের পুত্র জকিরুল ইসলামকে (২৮) আটক করে। জব্দকৃত ইয়াবাগুলো বাসের সুরক্ষিত এলাকা গিয়ার বক্সে পাওয়া যাওয়ায় ৩০ লাখ টাকা মূল্যমানের ওই বাসটিকে জব্দ করা হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply