মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২২৯০ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ১০ আগষ্ট ভোর রাত সাড়ে ৩টার দিকে এসআই হান্নানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কলেজ পাড়ার আলমগীরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ স্থানীয় ডেইল পাড়ার মোঃ আলীর পুত্র আবদুল আমিন, আবুল হাসিমের পুত্র মোঃ আবদুল আমিন মনু ও দিল মোহাম্মদের পুত্র ভাড়া বাসার দারোয়ান শামসুল আলমকে আটক করে। এ ঘটনায় আটককৃতদেরসহ কায়ূকখালী এলাকার আবদুস সাত্তারের পুত্র নুরুল আবছার টুটুল ও অলিয়াবাদ এলাকার আবুল হাশেমের পুত্র রেজাউল করিম ভুলাকে পলাতক আসামী দেখিয়ে মামলা দায়ের করা হয়। অপরদিকে একইদিন বিকাল বিকাল ৩টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর আইসি এসআই বখতিয়ার ও টু-আইসি এসআই মাহফুজ পৃথক অভিযান চালিয়ে ২শ’ পিচ ইয়াবাসহ স্থানীয় নয়াবাজার পূর্ব সাতঘড়িয়া পাড়া এলাকার আবদুল্লাহ এবং ১৯০ পিচ ইয়াবাসহ খারাংখালী এলাকার দেলোয়ারকে আটক করে।
Leave a Reply