এটিএন ফায়সাল….টেকনাফে ৪’শ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে পুলিশ। গতকাল ৩০ আগষ্ট দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শীলখালী গর্জন বাগানে অভিযান চালিয়ে ৪ শত পিচ ইয়াবাসহ মো. কালুকে আটক করা হয়। আটককৃত মো.কালু টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকার মোঃ নুর আহাম্মদের ছেলে। পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছেন।
টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুল হক আটকের সত্যতা নিশ্চিত…………(রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ৩জন ইয়াবা পাচার ও সেবনকারীকে আটক করেছে। পরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবী চন্দ আটককৃত ওই ৩ জনকে পৃথকভাবে ৩৫হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, গত ২৯আগস্ট রাতে রামু-মরিচ্যা সড়কের একটি ফার্ণিচারের দোকানের ভিতর থেকে তেচ্ছিপুল এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে মিজানুর রহমান, রামু চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রামের নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের সিকান্দর আলীর ছেলে আব্দুর রহমানকে ইয়াবা সেবন অবস্থায় হাতেনাতে রামু থানা পুলিশ আটক করে। পরের দিন গতকাল ৩০আগস্ট সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবী চন্দ, মিজানুর রহমানকে ৫হাজার, আব্দুর রহমানকে ১৫হাজার ও সাইফুল ইসলামকে ১৫হাজার জরিমানা প্রদান করে। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা পাচারকারী আব্দুর রহমান ও সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল এবং তাদের দুইজনের নেতৃত্বেই সন্ত্রাসী বাহিনী দ্বারা এলাকায় ইয়াবা বিক্রি করে উঠতি যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডে তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। তাদের এই অপরাধমূলক কর্মকান্ডে এলাকার সচেতনমহল, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি ঢাকায় উক্ত দুইজন ইয়াবা পাচারের সময় প্রচুর ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল বলে সূত্রে জানা গেছে। )
Leave a Reply