হাফেজ মুহাম্মদ কাশেম….টেকনাফ উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আইন শৃংখলা বিষয়ক জরুরী সভায় উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি বলেছেন রামুর ঘটনাকে কেন্দ্র করে আমার নির্বাচনী এলাকা উখিয়া ও টেকনাফ উপজেলায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি না হয় সে জন্য সর্বমহলকে সজাগ সতর্ক এবং বলিষ্ট ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে মিডিয়াকর্মীদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে আলেম সমাজ, মসজিদের ইমামসহ সমাজের সূশীল নেতৃবৃন্দের অগ্রনীভূমিকা দরকার। তিনি দৃঢ়তার সাথে আরও বলেন- ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। যারা উখিয়া-টেকনাফে শান্ত পরিবেশকে ঘোলাটে করে ফায়দা হাসিলের চেষ্টায় এ ধরনে ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবেনা। ২ অক্টোবর বিকাল ৩ টায় টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃংখলা বিষয়ক জরুরী সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা মিলনায়তনে ইউএনও সামছুল ইসলাম মেহেদির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচ এম ইউনুছ বাঙ্গালী, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ড. কামরুজ্জামান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি জাফর আলম চৌধূরী, আদিবাসী নেতা মংচালু চৌধূরী, মাষ্টার মনিশংকর নাথ, মাওঃ ফরিদুল আলম, অধ্যক্ষ মাওঃ ফরিদুল আলম, সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, জাবেদ ইকবাল চৌধুরী, ছলাহ উদ্দিন, বিজিবি প্রতিনিধি নুরুল আমিন। সভায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জোয়ারীখোলা গ্রামে সংঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা, প্রত্যেক ইউনিয়নে মাদ্রাসা প্রধান, ইমামসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভার আয়োজনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তাছাড়া সংখ্যা লঘু সম্প্রদায়ের পল্লী গুলোতে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সভা শেষে হোয়াইক্যং জোয়ারীখোলা গ্রামে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও ২ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান, উপজেলা আ’লীগ সভাপতি, ইউএনও, সমাজসেবা অফিসার, ইউআরসির ইন্সট্রাক্টর, যুব উন্নয়ন, সমবায়, শিক্ষা অফিসারসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে যতিন্দ্র শর্মা, অরুন মল্লিক, সুধীর মল্লিক, সুনীল ধর, বিজন মল্লিক, বাবুদ্রহ, কালুধর, কালিপদ ধর, কিরন বড়–য়া, বিমল বড়–য়া, জুনু বড়–য়া, বিমল ধর, মঞ্জিল বড়–য়া, সর্ফুবধর, সূধীর কর্মকার, সাধন কর্মকার, ডাঃ রাখাল। এমপি বদি ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মানের জন্য ৪০ হাজার টাকা করে প্রদানের ঘোষনা দেন। আইন শৃংখলা বিষয়ক এ জরুরী সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, মিডয়াকর্মী প্রতিষ্টান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। ###
Allah sokol doron er jogra bibad teke teknaf er manosh der k rokka koro….