হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ অশ্র“সজল নয়নে গতকাল ৩০ আগষ্ট দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার আ, ন, ম, নাজিম উদ্দীনকে বিদায় দিয়েছেন সরকারী কর্মকর্তা কর্মচারীরা। দুপুর ১২ টা ৪০ মিনিটে উপজেলা পরিষদের নিজ অফিসে আসেন ইউএনও আ,ন,ম, নাজিম উদ্দীন। ১০.৪৫ সময়ে আর্টিকেল- ৪৭ এবং দায়িত্বভার হস্তান্তর শীটে স্বাক্ষর করে সহকারী কমিশণার (ভূমি) আবদুল্লাহ আল মানুনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এরপর উপস্থিত সরকারী কর্মকর্তা- কর্মচারীদের সাথে কুশল বিনিময় করে বি. বাড়িয়া নবীনগর উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় অনেকের চোখে অশ্র“ ছিল। উল্লেখ্য, তিনি ২২ তম ইউএনও হিসাবে ২০০৯ সনের ১১ আগষ্ট টেকনাফ উপজেলায় যোগদান করেছিলেন। এর আগে তিনি নয়াগাড়া রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্প ইনর্চাজ হিসাবে দায়িত্ব পালন করেন। নবীনগর উপজেলার ইউএনও শামসুল ইসলামকে টেকনাফে বদলী করা হয়েছে। তবে তিনি এখনও যোগদান করেননি। ##
Leave a Reply