শাহীনশাহ, টেকনাফ:::::টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাড়ীর এসআইয়ের নাটকীয়তায় ৪ নিরীহ ব্যাক্তিকে ডাকাতির মামলায় আটক করে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ৪ আগষ্ট ভোর রাত ২টায় নয়াপাড়া বাইন্য টোরা নামক স্থান থেকে ৪ ডাকাতকে আটক করেছে বলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ী সুত্রে জানা গেছে। আটককৃতরা হলেন নয়াপাড়া গ্রামের মনুরুলের ছেলে শাহজালাল(২৫), একই এলাকার মৃত নাজির হোসেনের ছেলে ইসহাক(২৩) কান্জর পাড়া গ্রামের বইদ্য আমির হোসেনের ছেলে মোঃ আবছার (১৪), নুরুল আমিন (১৫)। কিন্তু একাধিক নির্ভরযোগ্য সুত্র ও অনুসন্ধ্যানে জানা যায়, হোয়াইক্যং পুলিশ ফাড়ীর এসআই মাসরুল হক নিরীহ ব্যাক্তিকে কোন অভিযোগ ও মামলা ছাড়া তাদের আটক করে। প্রতক্ষদর্শীরা আরো জানান- অত্র এলাকায় কোন গাড়ী-বাড়ীর ডাকাতির ঘটনা ঘটেনি। রহস্যজনক কারণে শাহজালাল ও ইসহাককে আটক করা হয়েছে। তাদের ভাই ইসমাইল জানান, স্থানীয় যুবলীগ নেতা জসিমের পূর্বের শত্রুতার জের ধরে এসআইয়ের সাতে আঁতাত করে এবং মোটা অংকের উৎকোচ নিয়ে আমার ভাই ও ভাগিনাকে ডাকাতির মামলা জড়িয়ে আটক করে। আটককৃত মোঃ আবছার ও নুরুল অমিন বলেন, আমরা জসিমের চিংঘেরের শ্রমিক। হোয়াইক্যং পুলিশ কোন কারণ ছাড়া আমাদের আটক করে নির্মম অত্যাচার চালিয়ে অপর দুজনকে ডাকাতি করছে বলে জোরপুর্বক স্বীকার আদায় করে এবং ছেড়ে দেওয়ার আাশ্বাস দেয়। নিরীহ ব্যাক্তিকে আটক করায় হোয়াইক্যং পুলিশ ফাড়ীঁর বিরুদ্ধে স্থানীয়রা ফুঁসে উঠেছে। এব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর এসআই মাসরুল হককে গতকাল রবিবার রাত ৮.৩৬টা মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে, রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বক্তব্য পেলে গুরুত্বসহকারে ছাপা হবে। উল্লেখ্য ওই এসআইয়ে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠায় তিনি বিতকির্ত হয়ে পড়েছে।