শামসুল আলম শারেক, টেকনাফ ॥চোরাচালান প্রতিরোধ আইনশৃংখলার সার্বিক উন্নয়ন বিষয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১ সেপ্টেমবর সকাল ১০ টায় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারীর সভপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার জালাল আহমদ, মোস্তফা কামাল চৌধুরী, রশিদ আহমদ, ছৈয়দ আহমদ, রওশন আলী সিকদার, মহিলা সদস্য জিয়াছমিন, মমতাজ বেগম, বিজিবি হাবিলদার আবদু সালাম, বিট কর্মকর্তা শেখ আলা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি হোয়াইক্যং ইউনিয়নের চোরা চালান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে ইউপি মেম্বার মোস্তফা কামাল চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, কথা ও কাজে আইনশৃংখলা পরিস্থিতি ঠিক টাক থাকলেও মূলত তা বাস্তবায়ন করা কঠিন। এলাকার জনপ্রতিনিধি ও আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন সচেতনতার সহিত দায়িত্ব পালন করলে এ কাজ সহজে বাস্তবায়ন করা সম্ভব। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইউপি সচিব শেখ ফরিদুল আলম।
Leave a Reply