রমজান উদ্দিন পটল , টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের অরন্যে কিশোরী ও বিধবা মহিলাকে বর্বর নির্যাতনের পৃথক ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্থানীয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানাযায়-গত ২ সেপ্টেম্বর দুপুর ১২টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং রইক্ষ্যং এলাকার দরিদ্র দিন- মজুর রমজান আলীর কিশোরী কন্যা (সংগত কারনে নাম প্রকাশ করা হলনা) তার ছোটভাইকে নিয়ে শুকনা আমতলী এলাকায় গরু চরাতে গেলে পাশ্ববর্তী আমতলী এলাকার হামিদ হোছনের পুত্র নুরুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে ছোটভাইকে তাড়িয়ে দিয়ে কিশোরীকে জঙ্গলে আটকিয়ে জবাই করার ভয়ভীতি দেখায় । এরপর জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে সে শোর চিৎকার দিয়ে আতœ রক্ষার চেষ্টা করে। এ সময় অভিযুক্ত যুবক দা দিয়ে কুপালে হাত কেটে যায়। এবং গলাটিপে ধরে স্পর্শকাতর স্থানে কামড় দিয়ে আহত করে। এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে উঠেছে বলে জানা গেছে। অপরদিকে একই দিন বিকাল ২টারদিকে নয়াপাড়া এলাকার বিধবা মহিলা ফাতেমা বেগম বটতইল্যা পাহাড় নামক এলাকায় কচুরলতি আহরণ করতে গেলে কয়েকজন বখাটে যুবক আটকে রেখে জোর পূর্বক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে । তবে এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সুত্রে জানাযায়। #####################
Leave a Reply