হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দীন আহমদ (৮০) ৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার স্টেডিয়াম সংলগ্ন মোহাজেরপাড়া বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ২ কন্যা ও স্ত্রী রেখে যান। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৩ টার্ম চেয়ারম্যান এবং টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। কক্সবাজারে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদে আছর বাহারছড়া শামলাপুর মাঠে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর প্রথম পুত্র শহিদুল্লাহ জাতিসংঘ উদ্বাস্থ বিষয়ক হাইকমিশনের পদস্থ অফিসাক ছিলেন। ২য় পুত্র হামিদুল্লাহ ব্যাংক অফিসার ৩য় পুত্র সাইফুল্লাহ পুলিশের এএসপি, ৪র্থ পুত্র ফয়েজ উল্লাহ চবি থেকে মাস্টার্স পাস করেছেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
শোক প্রকাশঃ
স্বনামধন্য সমাজসেবক ও শিক্ষানুরাগী সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দীন আহমদের মৃত্যতে টেকনাফ উপজলা ওলামা লীগের সভাপতি আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। ##
আমরা তার মৄত্যুতে গভীর শুক প্রকাশ করছি ।