আমান উল্লাহ আমান,টেকনাফের সাবরাংয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক নাপিতকে বেঢ়ড়ক পিটিয়ে আহত ও নগদ টাকা এবং মোবাইল ছিনতাই করেছে দূর্বৃত্ত্বরা। এ ব্যাপারে গত ২৬ অক্টোবর সাবরাংয়ের সিকদার পাড়ার সুকুমার শীলের পুত্র মিলন কুমার শীল টেকনাফ মডেল থানায় অভিযোগে দাখিল করেছে। অভিযোগে সাবরাং সিকদার পাড়ার আবুল ছৈয়দ প্রকাল লালু বলির পুত্র শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, ২৫ অক্টোবর দিবাগত রাতে অরূন কুমার শীল সেলুনের কাজ শেষে বাড়ী ফিরছিল। ফেরার পথে সাবরাংয়ের তিন রাস্তার মাথায় একা পেয়ে পূর্বের আক্রোশে শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গরা তাকে মারধর করে। তার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্ত্বরা পালিয়ে যায়। এ সময় তার কাছ থেখে নগদ ৪ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরের দিন ২৬ অক্টোবর সকালে শাহজাহান থেকে অরূন কুমারকে মারধরের কথা জিজ্ঞেস করলে হিন্দু সম্প্রদায়ের লোক বলিয়া বড় ভাই মিলন কুমারকেও মারধর করিয়া শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম করে। বর্তমানে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছে বলে মিলন কুমার জানিয়েছেন এবং গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন।
Leave a Reply