মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,… টেকনাফের হোয়াইক্যং সংখ্যালঘু (হিন্দু ও বড়–য়া) পল্লীতে রবিবার রাতে সংঘটিত সহিংস ঘটনা তদন্তে শুক্রবার সিআইডি’র দু’টি পৃথক টীম যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। এছাড়া দু’দিনের রিমান্ডে আনা ২৩ আসামী গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে জানিয়েছে পুলিশ। এদিকে সহিংস ঘটনার পর উপজেলায় পরিস্থিতি শান্ত রয়েছে। বিভিন্ন জামে মসজিদে জুমার খুৎবায় মুসল্লীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান ইমাম ও খতিবগণ। বিজিবি ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সিআইডি চট্টগ্রাম রেঞ্জের এএসপি হ্ল্যা চিং প্র“ এবং কক্সবাজার ব্রাঞ্চের এসএসপি মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে পৃথক দু’টি টীম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। এ সময় সিআইডি’র এএসআই হাসান জাহাঙ্গীর ও দু’মামলার আইও পুলিশের এসআই বখতিয়ার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে সহিংস ঘটনার পর পরই পুলিশের পক্ষে এএসআই মাহফুজ ও ক্ষতিগ্রস্থদের পক্ষে সংখ্যালঘু সাধন মল্লিকের দায়ের করা পৃথক দু’মামলায় রিমান্ডে আনা ২৩ আসামী ঘটনায় তাদের সম্পৃক্ততা স্বীকার করে ঘটনায় সম্পৃক্ত আরো বেশ কিছু নাম-ঠিকানাসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ওই দু’মামলার আইও এসআই বখতিয়ার। তবে তদন্তের স্বার্থে তিনি নাম-ঠিকানাগুলো প্রকাশ করতে রাজি হননি।
এদিকে সহিংস ঘটনার পর উপজেলায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বুধবার মধ্যরাত থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলার বিভিন্ন জামে মসজিদে জুমার নামাজের পূর্বে ইমাম ও খতিবগণ মুসল্লিদের উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আহবান জানান। তবে সাম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জুমার নামাজের পূর্ব থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি-পুলিশ টহল জোরদার করেছে।
অন্যদিকে বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ ৪২ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে তিনি ক্ষতিগ্রস্থদের কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। টু-আইসি মেজর শফিকুর রহমানসহ জওয়ানরা এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।
################
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৪-৮৭৯৩৫১
Leave a Reply