হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ
টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুরে অনুপ্রবেশকারী কয়েক হাজার রোহিঙ্গাদের মাঝে আজ ১৬ সেপ্টেম্বর ত্রাণ বিতরণ করা হবে বলে জানা গেছে। এর আগেও একাধিক বার এসব অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন প্রকারের ত্রাণ ও নগদ টাকা বিতরণ করা হয়েছিল। আগের বারের ত্রাণ গুলো এনজিও সংস্থার ব্যানারে বিতরণ করা হলেও এবারে নাকি বিতরণ হচ্ছে রাজনৈতিক ব্যানারে। স্থানীয় লোকজন জানায়- গতকাল ১৫ সেপ্টেম্বর সারাদিন ৪টি মোটর সাইকেল নিয়ে শামলাপুর শীলখালীসহ সৈকতের ও ঝাউবাগানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুপ্রবেশকারী কয়েক হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে টোকেন বিতরণ করা হয়। বর্তমান সরকারের দলের পক্ষে এবারে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলেও প্রচার করা হয়। এব্যাপারে জানতে চাইলে- শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মোনাফ এবং টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন- এবিষয়ে আমরা অবহিত নই। বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আমি এসব কিছুই জানি না। হয়ত কেউ দলের নাম ব্যবহার করে এসব করছে। তিনি আরও জানান- শামলাপুরে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাঝে ঘন ঘন ত্রাণ ও নগদ টাকা বিতরণ হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। #########
।##################
Leave a Reply