শামসুল আলম শারেক, টেকনাফ সরকারী রাস্তা দিয়ে হেঁটে ক্যাম্পে যাওয়ার পথে এনজিও সংস্থা মুসলিম এইডের এককর্মী প্রহারের শিকার হয়েছে। প্রহৃত কর্মীকে উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই নিয়ে লেদা ক্যাম্পে কর্মরত মুসলিম এইড কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।প্রত্যক্ষদর্শী সূত্র ও খোঁজ নিয়ে জানা যায়, গতকাল ১২ জুলাই সকাল ১০টার দিকে এনজিও সংস্থা মুসলিম এইডের কৃষি সম্প্রসারণ কর্মী মুহাম্মদ ইউনুছ (২৬) টেকনাফের লেদাস্থ মৃত আবদুলুর পুত্র নুরুল আলমের বাড়ীর পার্শ্ববর্তী সরকারী রাস্তা দিয়ে ক্যাম্পে যাওয়ার পথে নুরুল আলম নিজে রাস্তাটি নিজের দাবী করে এনজিওকর্মী মোঃ ইউনুছকে বেধড়ক মারধর করে লাঞ্চিত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় পুরো ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বারবার অনাকাংখিত ঘটনার নামে লেদা ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা লাঞ্চিত হলেও প্রশাসনের কোন বোধোদয় হয় না। এই অনাকাংখিত ঘটনা এড়াতে স্থানীয় সাংসদ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেছেন মুসলিম এইড কর্মীরা।
Leave a Reply