মঙ্গলবার ০৮ মে, ২০১৮ ১০:১০ অপরাহ্ন
1433 বার এই নিউজটি পড়া হয়েছে
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা ২০১৮ এর ফলাফলে টেকনাফ উপজেলার স্বনামধন্য এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোকসানা আক্তার ‘এ +’ পেয়েছে। তিনি টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল আমিন মাঝির বড় মেয়ে। তার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও মাতা হামিদা বেগম গৃহিণী। তার স্কুলের সকল শিক্ষক ও অভিভাবকের অনুপ্রেরণায় এ সাফল্য এসেছে বলে সে মনে করে। রোকসানা তাদের সকলের কাছে কৃতজ্ঞ।
রোকসানা একজন মেধাবী ছাত্রী। তিনি পিএসসি ও জেএসসি পরিক্ষায় এ+ পেয়ে সফলতার প্রমান করেছে। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হয়ে জনসেবা করতে আগ্রহী। রোকসানা সকলের নিকট দোয়া প্রার্থী।