গত ১ নভেম্বর দৈনিক হিমছড়িসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত “টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মালয়েশিয়া আদম পাচার” সংবাদে একাংশের প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে আমরা নি¤œ স্বাক্ষরকারীদেরকে আদম পাচারকারী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেসী মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্যদিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ সংবাদে আমাদের নাম উল্লেখ করেছে। আমরা দীর্ঘদিন ধরে এলাকায় বৈধ ও হালাল ব্যবসা করে আসছি যা এলাকার সবায় জানে। আদম পাচারসহ অবৈধ কোন কাজের সাথে অতীতেও কোনদিন ছিলামনা এখনো নেই। উক্ত মিথ্যা, বানোয়াট ও উদেশ্য প্রনোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনোরোধ জানাচ্ছি। প্রতিবাদকারীঃ ওমর হাকিম মেম্বার ও মোহাম্মদ আলী মুন্না ,মিঠাপানির ছড়া,সদর ইউপি,টেকনাফ,ককসবাজার।।
Leave a Reply