মোঃ রেজাউল করিম,কক্সবাজার ঈদগাঁওতে বজ্রপাতে আহত হয়েছে ২ কৃষক। ২ অক্টোবর গভীর রাতে ভাদীতলার পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, মঙ্গলবার রাতে ঈদগাঁও ভাদীতলার দু’কৃষক গ্রাম পার্শ্বস্থ পাহাড়ী এলাকায় ধান পাহারা দিচ্ছিল। গভীর রাতে আকস্মিক বজ্রপাত শুরু হলে বজ্রপাতের ছিটকা পড়ে কৃষকদ্বয় আহত হন। জানাজানির পর স্থানীয় লোকজন এদের উদ্ধার করেন। আহতরা হচ্ছেন ভাদীতলার আবদু শুক্কুরের পুত্র নুরুল আলম (২২) এবং একই এলাকার আবদুল হামিদের পুত্র জুনু মিয়া (২০)। এদের মধ্যে প্রথমোক্তজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যজনকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়।
shorkar doliyu ra e a shob kar bar a jorito karon eder k eto check kora hoina abong pilicer daittute a shob yaba tablet er chalan chole mone hoi , nahole eto yaba teknaf PAR KENME hoi dhora gele onnu karo nam dia case file kore