হাফেজ মুহাম্মদ কাশেম …টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টাকা ছাড়া সেবা পাওয়া যায়না বলে গুরুতর অভিযোগ উঠেছে। এলাকার সাধারণ রোগীরা এ ব্যাপারে লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে। টেকনাফ উপজেলার এটিএফপিও শ্রুতিপূর্ণ চাকমা এলাকাবাসীর লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) নাসির উদ্দিন অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন। কিন্তু স্থানীয় একজন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা অভিযোগ সত্য বলে দাবী করেছেন। স্থানীয় এলাকাবাসী ভূক্তভোগী লোজন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন- সাবরাং নয়াপাড়াস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার ডাঃ নাসির উদ্দীন প্রায় সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। উপস্থিত থাকলেও তাঁর কাছে টাকা ছাড়া চিকিৎসা সেবা বা সরকারী ঔষধ পাওয়া যায়না। প্রায় সময় সেবা নিতে আসা লোকদের সাথে দুর্ব্যবহার করেন। সরকারী অফিস চলাকালীন সময়ে নিকটস্থ বাজারে গিয়ে দোকানে ক্যারাম খেলায় ব্যস্ত থাকেন। এব্যাপারে যোগাযোগ করা হলে ডাঃ নাসির উদ্দীন অভিযোগ সত্য নয় দাবী করে বলেন-২৪ বছর ধরে সরকারী চাকুরী করছি, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, আমার বিরুদ্ধে কে কি বলেছে তা দেখার বিষয় নয়। সমাজে তো ভাল-মন্দ লোক থাকে। কেন্দ্রটি পরিবার পরিকল্পনা বিভাগের নিয়ন্ত্রণে চলে। টেকনাফ উপজেলায় প:প: কর্মকর্তা নেই। সহকারী প:প: কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা এ প্রসঙ্গে বলেন- এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। বর্তমানে তা তদন্তাধীন রয়েছে।#########
Leave a Reply