হাফেজ মুহাম্মদ কাশেম … টেকনাফের জাদীমুরা ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র্যাব ও রোহিঙ্গা ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাত সর্দার জকির আহমদসহ ৩ জন মারা গেছে। এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল হতে ৯টি অস্ত্রসহ ২৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব—১৫ (সিপিসি—১) টেকনাফ ক্যাম্পের অধিনায়ক এএসপি বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব—১৫ এর একটি চৌকষ আভিযানিক দল টেকনাফের জাদীমুরা শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে র্যাবের এক সদস্য আহত হন। র্যাবও সরকারী সম্পদ এবং আত্নরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ৩টি গুলিবিদ্ধ মৃত দেহ, ৯টি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা প্রাথমিকভাবে কুখ্যাত শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের লিডার জকির আহমদ (৩৯), সহযোগী তার ভাই আবদুল হামিদ (৩৫) ও চাচাত ভাই জহির আহমদ (৩৩) বলে সনাক্ত করা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ##
Leave a Reply