মহসীন শেখ, কক্সবাজার: জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৫’শ পিচ ইয়াবা, ১৯’শ পিচ জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ও ৩ হাজার পাতা সুখী সল্পমাত্রার গর্ভ নিরোধক খাবার বড়িসহ ৪ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টা ও বুধবার বেলা পৌনে ১২টায় জেলা গোয়েন্দা শাখার ওসি অপারেশন জাকির হোসাইন মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
গোয়েন্দা শাখা সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহরতলীর বাস টার্মিনালের পার্শ্ববর্তী বাইপাস গেষ্ট হাউসের সামনে অভিযান চালানো হয়। ওসময় তল্লাসী চালিয়ে ৫’শ পিচ ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। ধৃত ২ ব্যবসায়ী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামের মোঃ আবুল কালামের পূত্র মোঃ জামাল ও একই উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত দিল মোহাম্মদের পূত্র মোঃ ইউনুছ প্রকাশ আলম।
অপরদিকে বুধবার বেলা পৌনে ১২টার দিকে শহরের হলিডের মোডস্থ এসএ পরিবহণের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ পিচ জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ও ৩হাজার পাতা সুখী সল্পমাত্রার গর্ভ নিরোধক খাবার বড়িসহ ২ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। ধৃত ব্যবসায়ীরা টেকনাফ উপজেলার নাজির পাড়া এলাকার মৃত মকবুল আহম্মদের পূত্র জালাল আহম্মদ ও মৃত নজির আহম্মদের পূত্র ছিদ্দিক আহাম্মদ।
ধৃত ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Old drug dealer.