শামসুল আলম শারেক, টেকনাফ ……টেকনাফে এমপি বদির বদান্যতায় এনজিও সংস্থা মুসলিম এইডে চাকুরী পেল স্থানীয় প্রায় ৪শ’ বেকার। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের নির্বাচনী অঙ্গিকার ঘরে ঘরে চাকুরী দেয়ার বিষয়টি মাথায় রেখে উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি সরকারী বিভিন্ন সাইটে শিক্ষিক বেকার লোক নিয়োগ দেয়ার পাশাপাশি এনজিও সংস্থা মুসলিম এইডেও প্রায় স্থানীয় ৪শ’ বেকারকে চাকুরী দিয়েছে। শুধু তাই নয়, সরকারের অঙ্গিকার বাস্তবায়ন করতে নিজ তহবিল থেকে সাহায্য-সহযোগীতা ও জমি দান করে মুসলিম এইডকে ধরে রেখেছেন তিনি। আর সেই মুসলিম এইড টেকনাফের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, কারিগরি শিক্ষা, ফাইনান্সিয়াল সহায়তা, স্যানিটেশন ও চিকিৎসা সহায়তাসহ নানামুখী সেবা দিয়ে এলাকার প্রায় ৭৫ ভাগ গরীব জনসাধারণের পাশাপাশি লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ২৫ ভাগ লোকজনকে সেবা দিয়ে যাচ্ছে। সেই সেবা কার্যক্রম পরিচালনা করতে অফিস স্ট্যাফ, ডাক্তার, নার্সসহ গুটি কয়েকজন ছাড়া বিভিন্ন সাইটে প্রায় ৩শ’ ৫০ জনের মত স্থানীয় বেকার শিক্ষিত যুবক-যুবতী চাকুরী করে পরিবারের ভরণ-পোষণ চালাচ্ছে। এক শ্রেণীর কুচক্রী মহল এমপি বদির এই বেকার সমস্যা দূরীকরণের পদক্ষেপকে সহ্য করতে না পেরে বিভিন্ন ষড়যন্ত্রের কৌশল নিয়ে মুসলিম এইড বন্ধ করার পাঁয়তারা করে তার নিজের ভামুর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তারই ধারাবহিকতায় একটি ষড়যন্ত্রকারী মহল বারবার এনজিও সংস্থা মুসলিম এইডের সেবাধর্মী কার্যক্রমকে নানা অজুহাতে বাধাগ্রস্থ করছে। এরা মুসলিম এইডের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যূ, জঙ্গি মদদদানসহ বিভিন্ন ইস্যূ তুলে একেরপর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে মুসলিম এইড সংশ্লিষ্ট স্থানীয় শত শত চাকুরীরত বেকার যুবক-যুবতী চাকুরী হারিয়ে পথে বসার উপক্রম হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লেদাস্থ মুসলিম এইড হাসপাতালে চাকুরীরত অধিকাংশ লোজন জানান, মুসলিম এইড চলে গেলে আমাদের ডাকাতি করা ছাড়া কোন উপায় থাকবে না। কারণ আমাদের অনেকের সার্টিফিকেট বয়স শেষ। বয়সের অভাবে কোন সরকারী চাকুরীতেও যোগদান করতে পারবে না। তাছাড়া চাকুরী না থাকলে আমরা পরিবার পরিজন চালাবো কি করে? এছাড়া মুসলিম এইড হাসপাতাল থেকে সেবাপ্রার্থী শত শত স্থানীয় গরীব লোকজন যাদের নুন আনতে পান্তা ফুরায়, যারা মুসলিম এইড হাসপাতাল থেকে বিনামূল্যে প্রতিদিন নানামুখী সেবা পাচ্ছে তারা অনেকে আক্ষেপ করে বলেছেন, আসলে এমপি আবদুর রহমান বদি মুসলিম এইডকে ধরে রেখে এই এলাকার হাজার হাজার খেটে খাওয়া মানুষের বড়ই উপকার করেছে। উনি না হলে মুসলিম এইড সংস্থাটি অনেক আগেই চলে যেত। শুধুমাত্র এমপি বদির বদান্যতায় এই এলাকায় তার কাজ করছে।
সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে লেদার একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য মুসলিম এইডের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাজার হাজার সেবাপ্রার্থী লোকজন ও চাকুরীরত শত শত যুবক-যুবতীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। এই উপায় থেকে উত্তরণের জন্য সাংসদ আবদুর রহমান বদির হস্তক্ষেপ কামনা করেছেন চাকুরীরত শত শত যুবক-যুবতীয় ও সেবাপ্রার্থী স্থানীয় হাজার হাজার গরীব জনসাধারণ।
##########################
Leave a Reply