টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় এক ইউপি মেম্বারের উপর হামলা হয়েছে। এ ঘটনায় মেম্বারসহ ৩ জন আহত হয়েছেন। তম্মধ্যে মেম্বারের অবস্থা আশংকাজনক। ৩০ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় বাহারছড়ার উত্তর শীলখালী টেকনাফ-শামলাপুর সড়কে ছৈয়দ আলম প্রকাশ বাদুরার দোকানের সামনে এঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শামসুদ্দীন আহমদ (৩৮) কে একই দিন বিকালে টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার রেফার করা হয়েছে। এঘটনার আহত মেম্বারের ছোট ভাই ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন। একজন জনপ্রতিনিধির উপর ন্যাক্কার জনক এই হামলার ঘটনায় বাহারছড়া কচ্ছপিয়া যুব সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আবদুল আমিন তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। মোঃ আলম জানান- তার বড় ভাই শামসুদ্দীন আহমদ মেম্বার ইউনিয়ন পরিষদে জরুরী কাজ সেরে বড়ডেইল এলাকায় জমির বায়না করার জন্য ২লাখ টাকা নিয়ে বাড়ী থেকে বের হয়ে মোটর সাইকেল যোগে রওয়ানা দেন। উত্তর শীলখালী ছৈয়দ আলম প্রকাশ বাদুরার দোকানের সামনে পৌছঁলে ছৈয়দ আলম প্রকাশ বাদুরা, ছৈয়দ কাদের, ফজল কাদের, শামসুল আলম প্রকাশ কালা শামসুহ আরও কয়েকজন মোটর সাইকেলের গতিরোধ করে কিরিচ ও লম্বা দা দিয়ে কুপাতে শুরু করে। এতে অপর আরোহী দু’জন যথাক্রমে রাহমতুল্লাহ (৩২) এবং আবু (২৫) ও আহত হয়। তাছ্ড়াা নগদ ২লাখ টাকা ও ই- ৭০ মোবাইল সেট ছিনিয়ে নেয়। তারা শামসুদ্দীন মেম্বারকে খুন করার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে এই হামলা চালিয়েছেবলে তিনি দাবী করেন।
Leave a Reply