নিজস্ব সংবাদদাতা, টেকনাফঃ মাদ্রাসার টাকা আতœসাৎ মাদ্রাসাকে রোহিঙ্গাদের আশ্রয় স্থলে পরিণত, হুন্ডি ব্যবসা, পরিচালনা কমিটিকে তোয়াক্কা না করে বিবিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগে হোয়াইক্যং উনচিপ্রাং ইসলামিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার পরিচালকের (মুহতামিম) পদ থেকে মাওঃ দ্বীন মোহাম্মদকে বহিস্কার করা হয়েছে। পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তমতে হাফেজ মাঃ আব্দুল মালেককে ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মাদ্রাসার নামে পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কক্সবাজার শাখার হিসাব নং-এমএসএ ২০৫০১১৬০২০০৭২৪৪১৩ স্থগীত রাখতে আবেদন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশংকায় টেকনাফ মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল ৪নভেম্বর উনচিপ্রাং আল মাদ্রাসাতুল ইসলামিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার আবদুল বাছেত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওঃ ফরিদুল আলমের যৌথ স্বাক্ষরিত আবেদন ও অভিযোগের কপি প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাখিল এবং প্রেরণ করা হয়েছে। এসব আবেদন ও লিখিত অভিযোগনামায় তহবিল তছরুপসহ বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের বিস্তারিত ফিরিস্তি বিশদ ভাবে তুলে ধরা হয়েছে। তম্মধ্যে দায়িত্ব পালন কালে বিভিন্ন দূর্নীতি, তহবিল তছরুপ, পরিচালনা কমিটিকে তোয়াক্কা না করা, কমিটির পরামর্শ ছাড়া ইচ্ছামত শিক্ষক নিয়োগ ও বহিস্কার করা, কমিটির অগোচরে বার্ষিক সভা করা, আয়-ব্যয়ের হিসাব না দেয়া, দেশ ও বিদেশ থেকে চাঁদা গ্রহণ করে কমিটিতে অবহিত না করা, মাদ্রাসার জমি নিজের কাছে কুক্ষিগত কাজে ব্যবহার করা ইত্যাদি অন্যতম। এসব দূর্নীতি এবং অনিয়ম নিয়ে কমিটির পক্ষ থেকে সতর্ক করে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কর্ণপাত করেননি। অবশেষে পরিচালনা কমিটি গত ১নভেম্বর অনুষ্ঠিত জরুরী সভায় সর্বসম্মতিক্রমে পরিচালকের পদ থেকে চুড়ান্ত ভাবে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এব্যাপারে যোগাযোগ করা হলেও মাঃ দিল মোহাম্মদ তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন।#####
Leave a Reply