সোহরাব হোসেন ককসবাজার থেকে..কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আহমদ গুরুতর আহত হয়ে পড়েছেন। তিনি অসুস্থ হয়ে বর্তমানে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, পুলিশ কর্তৃক টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আহমদকে ধরে এনে থানায় আটক রেখে বর্বর নির্যাতন’র ঘটনায় তিনি ২৬ সেপ্টেম্বর রাত থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য যে, ৩১ আগস্ট একটি টেলিভিশন চ্যানেলে ইয়াবা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মোহাম্মদ আবদুলাহ সাক্ষাতকার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ এরই জের ধরে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তাঁর মালিকাধীন টেকনাফ বাজারে অবস্থিত আলী আহমদ মার্কেটে যান। সেখানে তাঁর বাবা আলী আহমদ চেয়ারম্যানের অফিসে গিয়ে টিভিতে সাক্ষাতকার দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় আলী আহমদ চেয়ারম্যানকে তুলে থানায় নিয়ে আসা হয়। এ খবর জানাজানি হলে উত্তেজিত এলাকার লোকজন টেকনাফ থানায় আসে।
এ সময় পুলিশ নিরব থাকলেও ভাড়াটে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে উত্তেজিত জনতাকে ধাওয়া করার চেষ্টা করে। এ ঘটনায় আলী আহমদ চেয়ারম্যান মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। তিনি গুরুতর আহতবস্থায় বর্তমানে উন্নত চিকিসার্থে ২৭ সেপ্টেম্বর সকাল থেকে কক্সবাজার ্অবস্থান করছেন।
এদিকে গুরুতর অসুস্থবস্থায় চিকিসাৎসাধীন সাবেক চেয়ারম্যান আলী আহমদকে ২৭ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে দেখতে আসেন-সাবেক এম.পি ও কক্সবাজার জেলা বি.এন.পি’র সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও টেকনাফ উপজেলা বি.এন.পি’র সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল চৌধুরীসহ বিভিন্নস্তরের মানুষ এবং সাংবাদিকবৃন্দ।
এদিকে আকম্মিক এ ঘটনায় টেকনাফে নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে। সর্বস্তরের মানুষ সুষ্ট বিচার দাবি করেছেন।
Leave a Reply