আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ::::চোরাচালান প্রতিরোধে সাহসী ভূমিকা রাখতে গিয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন, ৪২ ব্যাটলিয়ানের বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ পৌর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোঃ মোঃ লুৎফুর রহমান। ২০০৮ সালে ৪২ ব্যাটলিয়নের বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফে দায়িত্ব নেয়ার পর ২০১২-২০১৩ গেল অর্থ বছরে বিগত ফেব্র“য়ারী হতে চলতি বছর ২০ জুলাই পর্যন্ত স্থল ও নৌ-পথে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৭ কোটি টাকার ইয়াবা/মাদকসহ অন্তমূখী ও বহিরমূখী বিভিন্ন চোরাইপণ্য আটক করে গৌরব উজ্জল ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছেন। তারই স্বীকৃতি স্বরূপ চোরাচালানের বিশেষ অবদান রাখতে গিয়ে বিজিবিব জাতীয় পর্যায়ে হাবিলদার লৎফুর রহমান প্রথম স্থান অধিকার করে নগদ ২০ হাজার টাকা ও পবিত্র হজ্ব সম্মাননা পেয়েছেন। সে বাগেরহাট জেলার অধিবাসী। বর্তমানে ২ সন্তানের জনক। গত ২০ জুলাই দুপুর ১২ টায় এ প্রতিনিধি টেকনাফ পৌর সীমান্ত ফাঁড়ির বিজিবির জাতীয় পুরুস্কার প্রাপ্ত চৌকুশ হাবিলদার মোঃ লুৎফুর রহমানের সাথে মুখোমুখি হলে তিনি তার চোরাচালানর বিভিন্ন দিক এবং কৌশল অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমি আমার জীবনে মাদকের সাথে কোন আপোষ করেনী এবং ভবিষ্যতে ও করবনা। যে দিন আমাকে সংশ্লিষ্ঠ কর্তৃপ ঝুকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল দায়িত্বে পাঠায় তখন থেকে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি এবং এতে আমি অনেকাংশে সকলতা অর্জন করি। তিনি বেশীরভাগ নদীতে উৎ পেতে থেকে ইয়াবার বড়ধরনের চালান তার হাতে আটক হয়। অনেকের মতে হাবিলদার মোঃ লুৎফুর রহমান নাফ নদীতে বা স্থলে টহলে যাবার সংবাদ চোরাকারবারীরা পাবার পর বিভিন্ন কৌশল অবলস্মন করে এবং তাদের মতে তিনি একজন দ সাহসী সৈনিক। ####