এস. এম. তারেক, ঈদগাঁও, কক্সবাজার সদরের ঈদগাঁওতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পণ্য উত্তোলণ (টিসিবি) থেকে বিরত রয়েছেন ঈদগাঁও’র একমাত্র টিসিবির ডিলার হামিদ এন্ড ব্রাদার্সের সত্বাধিকারী ও সদর আ’লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাস্টার নুরুল আজিম। ফলে ১৫ রমজান পেরিয়ে গেলেও এলাকার সাধারণ মানুষ ন্যায্য মুল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনুসন্ধানে জানা গেছে, সরকার দেশের প্রতিটি এলাকায় গরীব ও সাধারণ মানুষের কল্যাণে ভর্তুকি দিয়ে ডিলার নিয়োগ করে টিসিবির মাধ্যমে দেশব্যাপী বিশেষ করে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন- চিনি, চাল, ডাল, ছোলা, খেজুর, তেল ইত্যাদি বাজারে সরবরাহ করে থাকেন। ঈদগাঁওতেও হামিদ এন্ড ব্রাদার্সের সত্বাধিকারী মাস্টার নুরুল আজিম বিগত দু’ বছর ধরে টিসিবির পণ্য সমুহ ন্যায্য মুল্যে সরবরাহ করে এলেও চলতি রমজান মাসে তিনি পণ্য উত্তোলন বন্ধ রেখেছেন। তার অভিযোগ টিসিবির পণ্যের গুণগতমান সন্তোষজনক নয় এবং বাজার দরও বেশী। যে কারণে লাভ তো দুরের কথা বিনিয়োগকৃত পুঁজি উঠিয়ে নিতে হিমশিম খেতে হয়। তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামের প্রধান কর্মকর্তা সরকারের ঘোষনা অনুযায়ী গুণগত মান সম্পন্ন পণ্য ক্রয় না করাতে এবং বাজার রেইটের সাথে টিসিবির পণ্যের সামঞ্জস্য না থাকায় ইতিপুর্বে বেশ কয়েকদফা ক্ষতির সম্মুখীন হন। যে কারণে কিছুদিন পুর্বে তিনি লাইসেন্স জমা দিয়ে জামানতের ৩ লক্ষ টাকা উঠিয়ে নেন। তার মতে টিসিবির কতিপয় দুর্ণীতিবাজ কর্মকর্তার কারণে সরকারের মহতী উদ্যোগটি ভেস্তে যাচ্ছে। ভোক্তা শাহেনেওয়াজের দাবী সরকার পণ্যের দাম সহনীয় মাত্রায় রাখতে এবং সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন একটি মহতী উদ্যোগ হাতে নিলেও টিসিবির ব্যবসায়িক মনেবৃত্তির কারণে তা সম্ভব হয়ে উঠছে না। তিনি টিসিবির এসব কর্মকর্তাদের চিহ্নিত করে সরিয়ে দিয়ে তদস্থলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের মাধ্যমে সরকারী সেবা জনগণের দোর গোঁড়ায় পৌঁছে দেয়ার আহবান জানান। অন্যদিকে রিক্্রাওয়ালা আবদুল হালিম জানান, গত রমজানে সাশ্রয়ী মুল্যে টিসিবির পণ্য দিয়ে গত বছর পুরো রমজান শেষ করতে পারলেও এবছর আর তা সম্ভব হয়নি। এলাকার সাধারণ মানুষ ঈদগাঁওতে অবিলম্বে টিসিবির ন্যায্য মুল্যের পণ্য বাজারে পূর্বের ন্যায় চালু রাখতে সরকারের সংশ্লিষ্ঠ কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।