নিজম্ব সংবাদদাতা, ঈদগাঁও… আগামী ৩ ও ৪ নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ঈদগাঁও’র ৩ কেন্দ্র থেকে মোট ১৭৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্র গুলোর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২টি জেএসসি পরীক্ষা কেন্দ্র ও অপরটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষা কেন্দ্র। কেন্দ্রের ভেন্যু গুলো হচ্ছে ( জেএসসি) ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় কক্্র০-২, এ কেন্দ্রের অধীনে যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন থেকে ২৩৬ জন, ঈদগাঁহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭৮ জন, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৪৭ জন এবং দ্বীপ শিখা গার্লস একাডেমী থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে ।সব মিলিয়ে এ কেন্দ্রের মোট পরীক্ষার্থী হচ্ছে ৪৮৪ জন। ভেন্যু ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় অর্থাৎ কক্্র ০-৫ কেন্দ্রের অধীনে ৬টি বিদ্যালয়ের মোট ৫৯৮ জন শিক্ষার্থী এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, অংশগ্রহনকারী বিদ্যালয় গুলো হচ্ছে, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৭৮ জন, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৯৯ জন , নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৪১ জন, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬০ জন , পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৮৩ জন এবং সাগর মনি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৭ জন। অপরদিকে ঈদগাঁও’র একমাত্র জেডিসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা কক্্র -০২ কেন্দ্রের অধীনে ১২টি মাদ্রাসার মোট ৬৯৫ জন শিক্ষার্থী এবারের জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অংশগ্রহনকারী মাদ্রাসা গুলো হচ্ছে স্বাগতিক ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৮৬ জন , পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসা থেকে ৯৩ জন, নাইক্ষংদিয়া এসটি দাখিল মাদ্রাসা থেকে ৮৪ জন, ইছাখালী দাখিল মাদ্রাসা থেকে ১১১ জন , ইসলামপুর
ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৪ জন, মমতাজুল উলুমফরিদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫৮ জন , শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ৬৭ জন, ভোমরিয়া ঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসা থেকে ৩৫ জন, নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪১ জন , গোমাতলী মুন চেহেরিয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ জন, ্এবং নাইক্ষংদিয়া উম্মে হানি দাখিল মাদ্রাসা থেকে ১৯ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। পরীক্ষা গ্রহন উপলক্ষে স্ব স্ব কেন্দ্র সচিব গন সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোঃ মনজুরুল করিম জানান , আগামী ৩ ও ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্ততি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন , শিক্ষার্থীরা যাতে কোন প্রকার ভয় ভীতি ছাড়া আনন্দ ঘন পরিবেশে বসে পরীক্ষা দিতে পারেন সেজন্যে সংশ্লিষ্ঠ কেন্দ্রের কেন্দ্র সচিবকে তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply