বার্তা পরিবেশক……..কক্সবাজার জেলার ৮ উপজেলার বন্যাদূর্গত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ। এক বিবৃতিতে তিনি বলেন, টানা বর্ষণে সৃষ্ট বন্যায় জেলাজুড়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। পানিতে ডুবে আছে হাজার হাজার ঘরবাড়ি। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ।
তিনি বন্যাদূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান, সমাজসেবি ও এনজিওগুলোকেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বন্যায় পাহাড় ধ্বস ও পানিতে ডুবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হাফেজ মাওলানা ছালামত উল্লাহ
সভাপতি
ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টি
Leave a Reply