প্রেস বিজ্ঞপ্তি ###ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের মাস্টার্স ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে সদ্য এমবিএ উত্তীর্ণ মেধাবী ছাত্র , ককসবাজার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক , মিডল কক্স ইউনাটেডের কার্যনির্বাহী সদস্য টি এম এম জুলকর নাইন জিল্লু আওয়ামী আইন ছাত্র পরিষদ ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ শাখার ভিপি নির্বাচিত হয়েছে।
বৃহত্তর ঈদগাওঁ ছাত্র ফোরামের অভিনন্দন
টি এম এম জুলকর নাইন জিল্লু আওয়ামী আইন ছাত্র পরিষদ ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ শাখার ভি পি নির্বাচিত হওয়ায় বৃহত্তর ঈদগাওঁ ছাত্র ফোরামের অভিনন্দন জানিয়েছে। অভিনন্দন বার্তায় অন্যান্যদের মধ্যে স্বার করেন ছাত্র ফোরামের সভাপতি এস এম রবিউল হাসান লোটাস সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন ,নির্বাহী সদস্য জসীম উদ্দীন , মুহাম্মদ মহসীন , রফিকুল হুদা, মুবিনুল ইসলাম ,নুরুল ইসলাম ও কিশোর শর্মা ।
মিডল কক্স ইউনাটেড এর অভিনন্দন
মিডল কক্স ইউনাটেডের কার্যনির্বাহী সদস্য টি এম এম জুলকর নাইন জিল্লু আওয়ামী আইন ছাত্র পরিষদ , ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ শাখার সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মিডল কক্স ইউনাইটেডের প থেকে অভিনন্দন জানিয়েছে সাধারণ সম্পাহক রাজীবুল হক চৌধুরী রিকো , প্রধান সমন্নয়ক সাকলাইন মুশতাক, সহ সভাপতি মামুন সিরাজুল মজিদ অর্থ সম্পাদক হাসান তারেক । অভিনন্দন বার্তায় অন্যান্যদের মধ্যে স্বার করেন জিকু দাশ শুভ্র , ফারুক আহমদ , নেজামুদ্দীন , শফিউল আলম আজাদ , নুরুল আমিন , মুহাম্মদ ইউনুছ।