হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … টেকনাফের হোয়াইক্যংয়ে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটক চালক হচ্ছেন উখিয়া ইনানী জালিয়াপালং এলাকার ইমাম হোসেনের পুত্র বেলাল উদ্দিন। ২ ডিসেম্বর বুধবার দিবাগত গভীররাতে টেকনাফ নয়াপাড়া এলাকায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি মালবিহীন ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই ট্রাক চালককে আটক করা হয়। এসময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকাও জব্দ করা হয়।
৩ ডিসেম্বর বৃহষ্পতিবার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার—টেকনাফ মহাসড়কে কক্সবাজারগামী একটি ট্রাক গাড়ি থামিয়ে তল্লাশি করে। এসময় ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ট্রাক চালককে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। আটক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে। ##
Leave a Reply