নিজস্ব সংবাদদাতা, ঈদগাঁও..…. কক্সবাজার সদরের জালালাবাদে একই রাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ১৭ জুন গভীর রাতে দঃ লরাবাক গ্রামে এ ঘটনা ঘটে। চোরের দল ৩ দোকান থেকে মালামাল ও নগদ টাকা মিলে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। চুির যাওয়া ৩ টি দোকানই হচ্ছে গ্রাম্য মুদির দোকান। ক্ষতিগ্রস্থ দোকান মালিকেরা হলেন বজুলুর রহমানের পুত্র আবুল কালাম, ছাবের আহমদের পুত্র রশিম মিয়া এবং আমির আহমদের পুত্র জনি। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।
এস.এম.তারেক ১৮/৬/১২
Leave a Reply