হাফেজ মুহাম্মদ কাশেম … টেকনাফে লাঠির আঘাতে ১ রোহিঙ্গা নিহত হয়েছেন। টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে ছেলেদের ঝগড়ার জেরধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হাসান আহমদ নামে এক রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা গেছে।
১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ মার্চ (বৃহস্পতিবার) বিকাল পৌনে ৫টার দিকে ২৭নং জাদিমোরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি—৬ ব্লকের হাসান আহমদের ছেলে—মেয়ে বাড়ির আঙ্গিনায় পার্শ্ববর্তী ইলিয়াছের ছেলে—মেয়েরা খেলা করছিল। খেলার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হলে পার্শ্বর্তী রোহিঙ্গারা থামিয়ে দেন এবং যে যার ঘরে চলে যায়। মাগরিবের নামাজের পর হাসান আহমদ তার ছেলেদের মারধর করার বিচার চেয়ে ইলিয়াছের ঘরে সালিশ দিতে যায়। তখন ইলিয়াস ও নুর হোসেন সহোদরের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনার সুত্রপাত হলে উপস্থিত রোহিঙ্গারা থামিয়ে দেয়।
ঘটনার পর রাত পৌনে ৭টার দিকে ঠান্ডা মিয়ার ছেলে হাসান আহমদ রাস্তা দিয়ে যাওয়ার সময় আবু শামার পুত্র ইলিয়াস এবং তার ভাই নুর হোসেন লাঠি দিয়ে হাসান আহমদের (৪২) মাথায় আঘাত করলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়ে। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টিডিএইচ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আহমদ মারা যায়। মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই নৃশংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা এবং অভিযুক্তদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। ##
Leave a Reply