জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব টেকনাফ শাখার পক্ষ থেকে সাংবাদিক সাইফীকে ফুলেল শুভেচ্ছে
শুক্রবার ২৩ ফেব্রুয়ারী, ২০১৮ ৮:২২ অপরাহ্ন
769 বার এই নিউজটি পড়া হয়েছে
হাফেজ নোমান সাব্বির:: ২১ ফেব্রুয়ারী বুধবার দুপুর ২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর হাতিয়ার ঘোনা মাহমুদিয়া বালিকা মাদ্রাসার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টেকনাফের গর্বিত সন্তান টেকনাফ সাংবাদিক ইউনিটের সভাপতি টেকনাফ নিউজ ডটকমের সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম সাইফী কে কলরব টেকনাফ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
এতে আরো উপস্থিত ছিলেন মাহমুদিয়া বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ জামাল উদ্দিন সংবাদকর্মী এম আমান উল্লাহ আমান কলরব টেকনাফ শাখার পরিচালক হাফেজ নুরুল হক নাফ নিউজ ডটকমের সম্পাদক হাফেজ নোমান সাব্বির ক্বারী সাঈদ মাওঃ আব্দুল্লাহ রাফী হাফেজ শাকের মাওঃ হুছাইন সহ কলরব টেকনাফ শাখার শিল্পীবৃন্দ৷
উক্ত অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন কলরব টেকনাফ শাখার উসামা রহিম মোঃ হাছান ও মোঃ জুবাইর ৷ এবং মাহমুদিয়া বালিকা মাদ্রাসার ছাত্রীগণ৷
এসময় আনুষ্ঠানিকভাবে ঘোষনা করে সাইফী বলেন আজকে আমাদের অনুষ্ঠান মনোমুগ্ধকর এবং মনোরম গড়ে তুলে ধন্য করার অতুলনীয় ভুমিকা রাখেন কলরব টেকনাফ শাখার শিল্পীবৃন্দের উপস্থিতি,আমরা তাদের ভবিষ্যৎ উজ্জল ও সফল কামনা করি৷
তিনি আরো বলেন ইনশাআল্লাহ কলরব টেকনাফ শাখা এগিয়ে যাবে আমরা তাদের জন্য দোয়া করব,তারা যেন সুস্থ সাংস্কৃতি ধরে আইনুদ্দিন রহঃ এর মত সফল হতে পারেন৷