জিয়াবুল হক, টেকনাফঃ জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব পল্লী বন্ধু হুসাইন মাহমুদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক পার্টি টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৫ঘটিকার সময় স্থানীয় উপজেলা তৃতীয় শ্রেণীর কর্মচারীর কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা জাতীয় শ্রমিক পার্টি টেকনাফ উপজেলা শাখার সভাপতি শ্রমিক নেতা আব্দুল মোতালেব আতিয়ার এর সভাপতিত্বে জাতীয় ছাত্র সমাজ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াবুল হক জিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি টেকনাফ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল হোসেন হেলালী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ছাত্র নেতা দেলোয়ার হোসাইন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ আব্দুল ওয়াজেদ। পৌর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রুহুল আমিন, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, টেকনাফ পৌর ২নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি মোঃ ইসলাম, টেকনাফ ডিগ্রী কলেজের যুগ্ন আহবায়বক নুরুল আমিন, জিয়াউল হক প্রমুখ।
ohfo prodan atiti master abul hossain helali…. tomi akon jatiyo parti koro naki…. kobi gali…. hahhahahhahhhhhhaaah badmayesh kotakaer…
শুধু কি নেতাকমীর্রা ইফতার করছেন নাকি জনতা ও, লিখলে ভাল হত না, এখন পাচা দিয়ে বাতাস বের হলে তা ও TNC তে আসে । গুনগত মানহীন এই সমস্ত সংবাদ পরিবেশন না হলে পাঠকসমাজ উপকৃত হবে সুতরাং সম্পাদক সাহেব এদিকে একটু দৃস্ঠি দিবেন ।