সিরাজুল হক সিরাজ… জাতীয় পার্টির অংগ সংগঠন জাতীয় যুব সংহতি মহেশখালী উপজেলা ও পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় মহেশখালী উপজেলার বি আর ডি বি হল রুমে মহেশখালী পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুল গফুর ঠিকাদারের এর সভাপিতত্বে অনুষ্টিত হয়।উক্ত সভার উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি কক্সবাজার জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম মুন্না,প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির ভার প্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব সুলতান মাহামুদ, উপজেলা সাংগঠনিক মাহাবুব আলম, পৌর সেক্রেটারী ডাঃ আবুল মনজুর, পৌর সহ সভাপতি মৌলানা আলী আহাম্মদ, ছোট মহেশখালী আহবায়ক সিরাজুল মোস্তফা বাশী, বড় মহেশখালী আহবায়ক কবির আহাম¥দ, সেক্রেটারী নুর হোসেন মেম্বার, মাওলানা শফি উল আলম জিহাদী , নুরুল ইসলাম সোনা মিয়া,নাছির উদ্দিন,মুসলেম উদ্দিন, আলী আকবর, সালাউদ্দিন, ছালামত উল্লাহ খান মানিকঁ,আবু তাহের,আলী আহাম্মদ, এহেছান নুর বশর, আলহাজ্ব আনচার উল্লাহ, সিরাজুল হক সিরাজ।
জাতীয় যুব সংহতি মহেশখালী উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিঠি গটিত হয়, আহবায়ক কমিঠি নিন্মরুপ আবুল বশর পারভেজ কে আহাবায়ক, দিদারুল আলম দিদার কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৩ মাসের মধ্যে মহেশখালী উপজেলা জাতীয় যুব সংহতির বিভিন্ন ইউনিয়নের সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি গঠনে সভা সমাপ্ত করতে সভায় দলের সকল নেতা কর্মীকে আহবান জানানো হয়।
ছবি আছে
মহেশখালী উপজেলা প্রাঙ্গনে স্মৃতিসৌধটি সবার দৃষ্টি আকর্ষণ করছে।
মহেশখালী নিজস্ব প্রতিনিধি- ০৯ নভেম্বর-১২
মহেশখালী উপজেলা প্রাঙ্গনে স্মৃতিসৌধটি সবার দৃষ্টি আকর্ষণ করছে। বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমাতায় আসার পর স্বাধীনতার, বাঙ্গালীর ভাষা জন্য যারা জীবন দিয়েছে ঐ শহীদদের স্মরণে মহেশখালী উপজেলা প্রশাসন প্রাঙ্গনে বড় দীঘির পশ্চিম পাড়ে স্থাপিত হয়েছে সবার দৃষ্টি নন্দন কাড়ার মত এই অপুর্ব সুন্দর স্মৃতি সৌধটি। কোন সরকারের আমলে এ বাঙ্গালী জাতীর জন্য প্রাণ দান করে স্বাধীন সার্ভভৌম দেশ এনে দিয়েছেন সেই শহীদদের স্মরণে এই সরকার মহেশখালীর মাটিতে এই স্মৃতি সৌধ প্রতিষ্ঠা করেছে। এত রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশের এখনো পর্যন্ত জঙ্গিবাদেরা, মন্দিরে, মানুষের ঘরবাড়ীতে আগুন দেয়, বোমা মারে। তারা মূলত ঐ পাকিস্তানী হানাদারদের দুসর। এ জাতি কখনো জঙ্গীবাদকে ক্ষমা করিবে না।
সিরাজুল হক সিরাজ
০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply