বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদলের নবগঠিত কক্্সবাজার জেলা শাখার অভিষেক আজ বিকাল ৪:০০ ঘটিকার সময় হোটেলে সিলভার সাইন হল রুমে তরুণ প্রজন্মদলের আহবায়ক নূরুল আক্কাছ পাশার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক ওয়াহীদুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠীত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কক্্সবাজার জেলার সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়ন সহ-সভাপতি সাবেক সাংসদ কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নূরুল বশর চৌধুরী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড: শামীম আরা স্বপ্না। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোক্তার আহমদ, আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, সভায় তরুন প্রজন্মদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে পরিচিত কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌ:, সিনিয়র সহ-সভাপতি এটি.এম. নূরুল বশর চৌ:, সাধারণ সম্পাদক এড: শামীম আরা স্বপ্না। এতে অন্যান্যদের মধ্যে ্আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ খালেদ, জয়নাল মেম্বার, রশিদুল আলম, শরিফুল ইসলাম, পারভেজ উদ্দিন, শামশুল আলম, মরজান আহমদ চৌ:, রেজাউল করিম রেজা, নাছির উদ্দীন, জাহেদুল ইসলাম নোবেল, ফরহাদ চৌ: রাজিব, শওকত হোসেন রিয়াজ, একরামুল হক নাবিল, রাহমত উল্লাহ, কামাল উদ্দিন, আনোয়ান হোসেন আনু, মো: জুয়েল, সাইফুল ইসলাম, আকতার হোসেন বুট্টু, মো: সেলিম, দিদারুল ইসলাম দিদার, মোফাজ্জেল হোসেন রাব্বি, আনোয়ার ইসলাম রনি প্রমুখ।
এতে প্রধান অতিথি দলের সদস্যদের সাংগঠনিক নিয়ম কানুন মেনে বর্তমান সৈরাচারী হাসিনা রিরোধী আন্দোলন ও তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে আগ্রহ সৃষ্টি করায় জানার আহবান জানান।
বার্তাপ্রেরক (নূরুল আক্কাছ পাশা)আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদল।কক্সবাজার জেলা মোবাইল : ০১৮১৬-১১৭৮৭৩।
Leave a Reply