বাবুলমিয়া মাহমুদ ….জেলার চিকিৎসা সেবার সর্বোচ্চ প্রতিষ্টান জেলা সদর হাসপাতালে রোগীরা উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে হাসপাতাল ঘুরে ও কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ইচ্ছা থাকা সত্তেও উন্নত স্বাস্থ সেবা নিশ্চিত করার পেছনে একমাত্র অন্তরায় হয়ে দেখা দিয়েছে জনবল সংকটের বিষয়টি। আলাপকালে জেলাসদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ পুচনু জানান, শুধুমাত্র নার্স না থাকার কারনেই আমরা ৪র্থ, ৫ম তলার তৈরী থাকা ওয়ার্ড গুলো চালু করতে পারছিনা যে, কারনে রোগীদের যথাযথ সেবা সেবা কষ্ট সাধ্য হয়ে দাড়িয়েছ্ েতাছাড়া ২৫০ বেডের হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৫০/৩৮০জন রোগী ভর্তি হচ্ছে অথচ নার্স সুপারভাইজার ও নার্স মিলে ৮৫জন নার্স তাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৩৫ জন। যার ফলে অর্ধেকের ও কম সংখ্যক নার্স দিয়ে হাসপাতাল চালাতে গিয়ে পড়তে হয় বহুমূখী বিপাকে।এদিকে ১ কোঠির ও অধিক টাকা ব্যয়ে হাসপাতপাতালের ইনটেন্সসিপ কেয়ার ইউনিট(আইসিইউ)র জন্য প্রায় সব ধরনের যন্ত্রপাতি হয়েছে অব অবকাটামো ও তৈরী রয়েছে।অথচ জনবলের অভাবেই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা রোগীদের বাঁচানোর একমাত্র মাধ্যম আইসিইউ চালু করা যাচ্ছেনা ।জানতে চাইলে জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ অজয় ঘোষ জানান, এই ইউনিটটি অসম্ভব গুরুত্বপূর্ণ বিভাগ এই বিভাগে ৪২ জন লোকবল দরকার এবং এই লোকবলের জন্য তিনি যোগদান করার পর ২ বার সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানোর কথা জানালেন।তবে কোন ধরনের
সাড়া পাওয়া না যাওয়ায় কবে নাগাদ আইসিইউ ইউনিট চালু করা যায় তা বলতে পারছেননা।
সংবাদদাতা
বাবুল মিয়া মাহমুদ
০১৮১৯০৩১১২৪
০৬-১০-২০১২
Leave a Reply